রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ঢাকার নবাবগঞ্জে ইছামতী নদীর ওপর ২৭০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এলজিইডি ঢাকা জেলা কার্যালয়ে গিয়ে এ অভিযান পরিচালনা করে। নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহ করে দলটি। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, ঢাকা শহর ও পূর্বাচলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় মিরপুর গাবতলী জিপিএস-এর ৬ তলা ভিত্তিসহ ৬ তলা ভবন নির্মাণ প্রকল্পে কাজ শেষ না করেও অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, ভবনের মাত্র ২টি ফ্লোরের কাজ শেষ হলেও ঠিকাদারকে ৪টি ফ্লোরের বিল দেওয়া...