পিয়ন পদের জন্য অনেক গ্র্যাজুয়েট আবেদন করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নিয়োগপ্রক্রিয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, পিয়ন পদের জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি, সেখানে আবেদন করেছেন বহু গ্র্যাজুয়েট। মুদ্রাক্ষরিক পদের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি হলেও সেখানে আবেদন করেছেন বহু গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারী।তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমাদের উচ্চশিক্ষার কী মূল্য আছে? আমরা এখনো কেরানি হওয়া থেকে বের হতে পারিনি।”অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, উচ্চশিক্ষিত বেকারদের প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে, যাতে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা কর্মসংস্থানে যুক্ত হতে পারে।বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ...