নিহতরা হলেন—কুমিল্লা আদালতের প্রয়াত প্রধান হিসাবরক্ষক নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তাদের কন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪)। রোববার দিবাগত রাতে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহতদের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও বিছানা ও আশপাশে রক্তের দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। নিহত সুমাইয়ার ভাই সাইফুল ইসলাম জানান, বাসা থেকে চারটি মোবাইল ফোন ও বোনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। তাদের কোনো শত্রুতা বা আর্থিক লেনদেন ছিল না বলে দাবি করেন তিনি। ভবনের মালিক আনিছুল...