খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০২৫ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ট্রফি বিতরণ করেছে ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশন। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সংগঠক বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, ফাউন্ডেশনের সংগঠক মোহাম্মদ আলী মিজান ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “সঠিক নেতৃত্ব...