ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সব আয়োজন শেষ হয়েছে, নিরাপত্তায়ও থাকছে কঠোর নজরদারি। সোমবার সন্ধ্যায় সরেজমিনে ক্যাম্পাসের আটটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে নিচতলার দুই পাশে বুথ স্থাপন করা হয়েছে। এখানে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এই কেন্দ্রে ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন। কার্জন হলে পরীক্ষা কেন্দ্রকে দুই ব্লকে ভাগ করা হয়েছে। এক পাশে শহীদুল্লাহ হল, অন্য পাশে ফজলুল হক মুসলিম হলের ভোটকেন্দ্র রাখা হয়েছে। দ্বিতীয় তলায় অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। শারীরিক শিক্ষা কেন্দ্রেও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনডোর গেমস রুমে জগন্নাথ হল, ইন্সট্রুমেন্ট রুমে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং অপর পাশে সলিমুল্লাহ মুসলিম হলের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। উদয়ন স্কুল কেন্দ্রে মাস্টারদা...