ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।সোমবার মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) ডাকসু নির্বাচন। গতকাল (রোববার) থেকেই নিরাপত্তা বেষ্টনী থাকার কথা ছিল, কিন্তু এখনো সেটি যথাযথভাবে দেখা যাচ্ছে না। নিরাপত্তা যতটুকু থাকার কথা, বাস্তবে তার অর্ধেকও নেই।তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, তারা ক্যাম্পাস ঘিরে অবস্থান নেবে। এর মানে কি—তারা কি ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে? অথচ নির্বাচন কমিশনকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।মুসাদ্দিক আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা একের পর এক ঘটছে। কিন্তু প্রশাসন বড় ধরনের ব্যবস্থা না নিয়ে কেবল ‘নামের জন্য’ শোকজ করছে,...