০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলার সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ভোলা সদর উপজেলার হাটখোলা জামে মসজিদের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মওলানা মো. মিজানুর রহমান আজাদী, আতাউর রহমান মমতাজি, প্রিন্সিপাল নজরুল ইসলাম, ওবায়দুল বিন মোস্তফা, তরিকুল ইসলাম কায়েদ, কামালউদ্দিন, মুফতি আবুল কাশেম, মো. জামালউদ্দিন, মুফতি আহাম্মদউল্লাহ, মীর মো. বেলায়েত হোসেন, তরিকুল ইসলাম তরিক, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, হাসান মিজানুর রহমান মিঠু, মো. মাকসুদুর রহমান,...