০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ২০২৪ সালের ৫ আগস্ট। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার দিন। ওই দিন সকালটা ছিলো অন্য রকম। একদিকে কারফিউ, অন্যদিকে মার্চ টু ঢাকা কর্মসূচি। ছাত্র-জনতার এ আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে অংশ নেন হৃদয়। তবে তার আর ঘরে ফেরা হয়নি। পুলিশের গুলিতে নিভে যায় হৃদয়ের প্রাণ। এমনকি লাশটিও গুম করে ফেলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদের জবানীতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ৩৮তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সোহেল। গতকাল সোমবার তার জবানবন্দি রেকর্ড করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজমুদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্যে সোহেল মাহমুদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে আমার বাড়ির পাশে শরীফ মেডিক্যালের সামনে ছাত্র-জনতার আন্দোলনে যাই। ওইদিন...