০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত বছরগুলোতে মানুষের কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ধ্বংস করা হয়েছিল জবাবদিহিতার গণতন্ত্র। এভাবে ধীরে ধীরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব মন্তব্য করেন তিনি।তিনি বলেন, গত বছরে জনগণ এ দেশকে বাঁচানোর জন্য যখন রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি শুধু জনগণ না কোমল শিশুরাও তাদের হাত থেকে রেহাই পায়নি। শিশুসহ অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছে। কিন্তু বিজয় হয়েছে দেশের জনগণের। শুধু ক্ষমতা ছাড়া নয় দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাদের। বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বেচ্ছাচারিতার পতন হয়েছে। তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী...