০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম নারায়ণগঞ্জ জেলার দেওয়ানী আদালতে বিচারক সংকট, মামলা জট বিচারপ্রার্থীদের আদেশপ্রাপ্তিতে চরম হয়রানি শিরোনামে দৈনিক ইনকিলাবে শেষের পৃষ্ঠায় সংবাদ প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেওয়ানী আদালতে জজ নিয়োগ দেয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে আদালত পাড়ার আইনজীবীরা জানান, যদি কোনো কারণে ঘন ঘন জজ সাহেবদের অন্যত্র বদলি করা হলে দেওয়ানী আদালতের মামলা জট বৃদ্ধি পেতেই থাকবে সেই সাথে চরম ভোগান্তির শিকার হবে বিচারপ্রার্থী ও আইনজীবীগণ। এদিকে আদালত পাড়ার আইনজীবীগণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার জজ আদালতে সহকারী জজ ২য়কে থানা ওয়ারী ভাগ করা সময়ের দাবি। নারায়ণগঞ্জ জেলার বিচারপ্রার্থীরা মামলার দীর্ঘ সূত্রিতার কারণে দেওয়ানী বিভিন্ন মামলা মোকদ্দমা দায়ের করতে অনীহা প্রকাশ করে। ফলে বিচারপ্রার্থীদের সমস্যাগুলো দিন দিন পুঞ্জিভূত হচ্ছে।...