০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জমির নামের ভুল সংশোধন,পারিবারিক বিরোধ,বিধবা ভাতা কিংবা সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা এখন এসব সমস্যা দ্রুত সমাধান হচ্ছে জেলা প্রশাসকদের (ডিসি) গণশুনানিতে। দীর্ঘসূত্রতা ও ঘুরপথের ভোগান্তি এড়িয়ে সহজে প্রতিকার পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই উদ্যোগ। মাঠেই সমস্যার সমাধান: গত বুধবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন ৬৫ বছরের মরিয়ম বেগম। চার-পাঁচ মাস ধরে জমির রেকর্ড সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেছেন তিনি। গণশুনানিতে ডিসি তানভীর আহমেদ মাত্র দশ মিনিটে তাঁর সমস্যার সমাধান করে দেন। খুশি হয়ে তিনি বলেন,এতদিন ধরে হয়রানি হচ্ছিলাম, আজ এক ঝটকায় সমাধান হলো। একইদিন খুলনা থেকে আসা ৭৫ বছরের মফিজ উদ্দিন জানান, ছেলেকে খুঁজতে উত্তরা যেতে চান, কিন্তু হাতে কোনো টাকা নেই।...