০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের যারা আটকা পড়ে আছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এনে পৌঁছিয়ে দিবো, এটা আমার কথা, ইনশা আল্লাহ। আমি আপনাদেরই লোক, আপনাদের ক্যাম্প কমান্ডার। কাজেই আমার ওপর এইটুকু ভরসা করেন, ঠিক আছে?’ গত শনিবার তখন মধ্যরাত। কওমী-সুন্নী বিরোধ-বিবাদে হঠাৎ উত্তপ্ত হাটহাজাারী উপজেলা সদর। ১৪৪ ধারা ছিল জারি। দুই দিকে দু’পক্ষের বিক্ষোভরত আলেম, শিক্ষার্থী, জনতার মাঝখানে এসে দাঁড়িয়ে মেগাফোন হাতে নিয়ে চরম ধৈর্য্য, শান্ত-ভদ্রতার সঙ্গে আত্মবিশ^াসী দৃঢ় কণ্ঠে ওই কথাগুলো বলছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার। বিক্ষোভকারী প্রবীণ-নবীন সবাই তার কথা মনোযোগ দিয়ে শোনেন, আশ^াসে আশ^স্ত হয়ে মাথা নাড়েন, দ্রুত শান্ত হন বিক্ষোভকারীরা এবং রাস্তা ছেড়ে যার যার বাড়ি-ঘরমুখী হতে দেখা যায় অধিকাংশ...