০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। ছাত্র-জনতার বিক্ষোভে অস্থিরতা বিরাজ করছে সর্বত্রই। গতকাল দুপুরের দিকে নেপালের ছাত্র-জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে জনগণ। উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ নিয়ে তৈরি হয় ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ জাতীয় দল সূত্রে জানা গেছে, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) কর্মকর্তারা কাল সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য। সেই বৈঠকের পরই রাতে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ স্থগিত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় (রাত পৌনে ৯টা) তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি আরও জানান পূর্ব নির্ধারিত...