০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের ও সুন্নি জনতার মধ্যে গত শনিবার সন্ধ্যায় অনাকাক্সিক্ষত ঘটনার পরিস্থিতি বর্তমানে একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রশাসন, মাদরাসা শিক্ষার্থী ও সুন্নি জনতার ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। এই সমঝোতার ফলে স্থানীয়রা স্বস্তি ফিরে পেয়েছে। হাটহাজারীর ওপর দিয়ে দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সকল প্রকারের যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনায় ভবিষ্যতে উভয়পক্ষ জড়িয়ে পড়বে না বলে তারা আশ্বাস দেন। বড় ধরনের কোনো অনুষ্ঠান হলে উভয়পক্ষের স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আশ্বাস প্রদান করা হয়েছে। মাদরাসার সামনে কোন ধরনের বাদ্যবাজনা করা হবে না। হাটহাজারীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষসহ স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্তে উপনীত হয়।...