০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম বর্তমানে একদল ভ্রান্ত মতাদর্শের আলেম নামক অজ্ঞরা নিজেদের মনগড়া যুক্তি উপস্থাপন করতে গিয়ে রাসূল (স.) এর শানে অহরহ বেয়াদবি করছে বলে মন্তব্য করেছেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। তিনি বলেন, সোস্যাল মিডিয়ায় তাদের বক্তব্য ভাইরাল হয় এবং এমন ভুল তথ্যে সাধারণ মুসলমানগণ বিভ্রান্ত হচ্ছে। কিন্তু আল্লাহর শোকর তাঁদের এ চক্রান্ত ব্যর্থ হয়ে দিন দিন রাসূল (স.) প্রেমির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে মুসলমান ঠিকভাবে জানেনা সারা দিনে কত রাকাত ফরজ সালাত অথচ সেই মুসলমানই পথে ঘাটে ঈদে মিলাদুন্নবী (স.) কে ভুল বিদয়াত তকমা দিচ্ছে। বিভিন্ন মনগড়া দলিলও উপস্থাপন করছে, কিন্তু কুরআন হাদিসের কোন জ্ঞানই নেই তাদের মাঝে। কিভাবে হলো এমন? এজন্য...