০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা ও পেসার শাহিন শাহ আফ্রিদি। শারজাহতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ থেকে আয়ের পুরো অর্থ তারা দান করবেন বন্যার্তদের সহায়তায়। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সালমান। তিনি অন্যান্য তারকাদেরও বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শারজাহতে রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্যে এতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ নাওয়াজ। বিবৃতিতে সালমান বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে আমার কেমন প্রতিক্রিয়া দেখাই। আমাদের দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আর শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজ থেকে আয় করা অর্থ বন্যার্তদের দান করব। আমি চাই আমাদের অন্যান্য তারকারাও...