০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এশিয়ান চট্টগ্রাম ও ইস্পাহানী ফেনী ফাইনালে উঠেছে। এ দুটি দল আজ একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। গতকাল প্রথম সেমি ফাইনালে ইস্পাহানী ফেনী ৫৭ রানে ফোর্টিস কুমিল্লাকে হারায়। ইস্পাহানী ফেনী প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে ফোর্টিস কুমিল্লা মাত্র ৭২ অলআউট হয়ে যায়। দ্বিতীয় সেমি ফাইনালে এশিয়ান চট্টগ্রাম কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে সাত উইকেটে জয়লাভ করে। কন্টিনেন্টাল বি-বাড়িয়ার ৯৫ রানের জবাবে এশিয়ান চট্টগ্রাম তিন উইকেট হারিয়ে ৯৬ রান করে। যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভিসার জন্য বিদেশে আবেদন নিষিদ্ধ নারায়ণগঞ্জ দেওয়ানী আদালতে বিচারক সংকট নিরসন,...