০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ৯টার দিকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়, যা গতকার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। তবে একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ করে একাধিক পরিবহনের বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা করে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে তাদের বেতন খুবই কম। ন্যাশনাল ট্রাভেলস প্রতিটি ট্রিপে চালককে দিচ্ছে ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজারকে ৫০০ টাকা ও সহকারীকে ৪০০ টাকা। দেশ ট্রাভেলস চালককে দিচ্ছে ১ হাজার ২০০ টাকা। কিন্তু শ্রমিকদের দাবি, প্রতি ট্রিপে কমপক্ষে ২ হাজার টাকা দিতে হবে।ন্যাশনাল ট্রাভেলসের এক চালক বলেন,...