০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম খ্যাতিমান লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, বদরুদ্দীন উমরকে বিকালে ৪টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তার ফুফুর কবরের উপর মূলত তাকে দাফন করা হয়। তার আগে পরিবারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের কফিন নেয়া হয়। সেখানে তাকে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণি পেশার মানুষ। বদরুদ্দীন উমর এক মাস ধরে অসুস্থ ছিলেন। সবশেষ গত ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সকাল ১০টা...