ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটকেন্দ্রে হল ও কেন্দ্রের ভোট গণনা করা হবে। ফলে আনুষ্ঠানিকভাবে উপাচার্যের ঘোষণা করার আগেই ভোটার এবং প্রার্থীরা সবগুলো কেন্দ্রের ফলাফল যোগ করে বিজয়ীর নাম জানতে পারবেন। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন খান এ তথ্য জানান। ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট আটটি কেন্দ্রে ১৮টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে হল এবং কেন্দ্রীয় সংসদের ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোটগণনা শুরু হবে। তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকেই হলের এবং কেন্দ্রীয় সংসদের ভোট গণনা করা হবে। এই গণনা কার্যক্রম কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে। ফলে ভোটার এবং প্রার্থীরা সেই সংখ্যা থেকেই কারা বিজয়ী, তা জানতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক...