জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরেফিন তুষার (৪০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে পৌনে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বরিশাল নগরের সদর রোডস্থ দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো অফিসে অবস্থানকালে অসুস্থ বোধ করেন তিনি। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানিয়েছেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম সবুজ। মৃত্যুকালে আরেফিন তুষার বাবা-মা, স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক লিটন বাশারের খালাতো ভাই ছিল। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন। তিনি হিজলা উপজেলার...