আন্তর্জাতিক সার্টিফিকেশন সংস্থা ‘টিইউভি রাইনল্যান্ড’ থেকে ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেট অর্জন করেছে স্যামসাংয়ের কিউএলইডি টিভি। ‘ইন্টারন্যাশনাল ইলেক্ট্রটেকনিক্যাল কমিশনের’ (আইইসি) নির্দেশিকা অনুযায়ী বিস্তারিত পর্যালোচনা শেষে ‘টিইউভি রাইনল্যান্ড’ এ সার্টিফিকেট দিয়েছে বলে স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোয়ান্টাম ডট সেমিকন্ডাক্টরের অতি ক্ষুদ্র অংশ, যা অধিক ‘পিওর ও ভাইব্রেন্ট’ রঙ উৎপন্ন করতে পারে। একইসঙ্গে এর শতভাগ কালার ভলিউম স্ক্রিনে নীল রঙের আধিক্য কমিয়ে টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। এ প্রযুক্তির মাধ্যমে স্যামসাং কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা নিশ্চিত করে। ফলে যেকোনো দিক থেকে স্ক্রিনে রঙের কোনো তারতম্য ছাড়াই টিভি দেখা যায়।” স্যামসাং বলছে, এই প্রযুক্তি ‘প্যান্টন এবং ভিডিই’ অনুমোদিত। এ বছর বাজারে আসা নতুন ‘কিউ৮এফ’ এবং ‘ইউ৭এফ কিউএলইডি ৪কে’ মডেলগুলোও এই সার্টিফিকেশন পেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “টিইউভি...