ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই ক্যাম্পাসের প্রবেশ পথগুলো নিয়ন্ত্রণ করছেন পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এর মধ্যেই সোমবার রাতে ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল বডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়, সোমবার রাতে অফিসার টাওয়ার চেকপোস্টে একজন ভুয়া আইডিধারী ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টার সময় আমরা একজনকে আটক করেছি। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।" ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের চেষ্টা করা হচ্ছে বলে সোমবার সংবাদ সম্মেলনে এসে অভিযোগ তোলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এ প্রার্থী বলেন, “আমরা বিভিন্ন পক্ষ থেকে শুনতে পাচ্ছি, ভোট কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের...