ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘সঠিক পদক্ষেপ’। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘অতিরিক্ত চাপ’ প্রয়োজন। সাংবাদিক মার্থা র্যাডাটজ জেলেনস্কিকে গত সপ্তাহে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জেলেনস্কি বলেন, যেসব দেশ রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছে তাদের ওপর শুল্ক আরোপ করা একেবারেই সঠিক পদক্ষেপ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এর মধ্যে আগস্টের শুরুতে ২৫ শতাংশ এবং মাসের শেষে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে মস্কোকে...