ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক যুব দলের কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা। লাফবোরোতে বৃষ্টির কারণে নির্ধারিত ৪৭ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিমের ৮৩ রানের জুটির পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। রিফাত ৫১, আজিজুল ৪১ ও কালাম সিদ্দিকি ৪ রান করেন। ১২৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রান সচল রাখেন রিজান হোসেন। সতীর্থদের সঙ্গে ছোট-ছোট জুটি গড়ে দলকে ৪৭ ওভারে ৯ উইকেটে ২৭২ রানের সংগ্রহ এনে দেন রিজান। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করেন রিজান।...