বলিউডের একটা অলিখিত নিয়ম আছে, ‘ভাইজানের সঙ্গে পাঙ্গা মানে যমের সঙ্গে পাঞ্জা’। আর তাই কেউ সে রাস্তার ধার দিয়েও হাঁটেন না। বিবেক ওবেরয় থেকে শুরু করে বেশ কয়েকজন তারকার ক্যারিয়ারে নাকি কাঁটা হয়েছেন সালমান খান। এমনকী অরিজিৎ সিং-এর গানও ছবি থেকে বাদ দেওয়ানোর অভিযোগ উঠেছিল ভাইজানের বিরুদ্ধে। সম্প্রতি বিগ বসের মঞ্চে নিজের ট্রেডমার্ক নো-ননসেন্স হোস্টিং স্টাইলে এই অভিযোগ নিয়ে কড়া জবাব দিলেন অভিনেতা। তিনি বলিউডে অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছেন বলে দীর্ঘদিনের অভিযোগের কথা নিজেই উল্লেখ করেন, একইসঙ্গে এই দাবিটি সরাসরি উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট বলেছেন, যদি তাকে কখনো কারোর ক্যারিয়ার ধ্বংস করতে হয়, তবে তিনি একমাত্র নিজের ক্যারিয়ার ধ্বংস করতেই সফল হবেন। রবিবার বিগ বস উইকেন্ড কা ভারে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। এদিন প্রাক্তন বিগ বস প্রতিযোগিকে স্বাগত জানান সালমান।...