নির্বাচনের প্রায় চার বছর পর কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন আ ন ম শহীদ উদ্দিন ছোটন; যিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ন ম নাসির উদ্দিনের আপন ছোট ভাই। দ্বীপ উপজেলার এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ১ সেপ্টেম্বর শপথ নেওয়ার ছয় দিন পর তিনি দায়িত্ব বুঝে নেন। তিন বছর আট মাস পর আদালতের নির্দেশে ভোট পুনঃগণনায় নৌকা প্রতীকের চেয়ে ১৮৯ ভোট বেশি পায় ছোটনের ঘোড়া প্রতীক। পরে ১৪ অগাস্ট নির্বাচন কমিশন নৌকা প্রতীকে নির্বাচিত আগের চেয়ারম্যান আবুল কালামের জয় বাতিল করে ছোটনকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করে। কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ছোটন। পরে ৭ সেপ্টেম্বর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কুতুবদিয়ার সহকারী...