সম্প্রতি ময়মনসিংহ ও বান্দরবান জেলা পুলিশ লাইনসে পৃথক দুটি কর্মশালা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে। ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় দুই জেলা পুলিশের ১৩০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে পাওয়া তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রযুক্তির ব্যবহার করে তদন্ত কর্মকর্তারা গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায় এবং তদন্তের প্রয়োজনে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে কীভাবে খুব সহজেই যোগাযোগ করা যায় এবং অপরাধের ঘটনা সংঘটনের পর তাৎক্ষণিক কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে- এ নিয়েও আলোচনা হয়েছে। ময়মনসিংহের কর্মশালায় জেলা পুলিশ...