জুলাই আন্দোলনের সময় আদেশ দেওয়ার পরও গুলি না চালানোয় পুলিশের এক উপকমিশনার অধীনস্তদের গালি দেওয়ার পাশাপাশি চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিলেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এম মোহিতুল হক এনাম চৌধুরীর এক সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেন আন্দোলনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আশরাফুল ইসলাম ছিলেন ৩৯ নম্বর সাক্ষী। আশরাফুল ইসলাম সাক্ষ্যে বলেন, গত বছরের ৫ অগাস্ট ভোর ৪টায় এএসআই মুরাদ, নায়েক জসিম, কনস্টেবল মাহমুদুল, কনস্টেবল মেহেদী, কনস্টেবল নাসিরুল, কনস্টেবল মাহবুবসহ এক প্লাটুন (২০ জন) এবং এসআই হেলাল এক প্লাটুন ফোর্স নিয়ে মিরপুর পুলিশ লাইনস থেকে রওনা হন। তারা...