বক্তব্যের কারণে যেন স্বৈরাচার ফিরে না আসে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বক্তব্যের কারণে অরাজকতা তৈরি হতে পারে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বেশকিছু রাজনৈতিক দল এখন বেশকিছু বক্তব্য উপস্থাপন করছে। বক্তব্য আমরা দিতেই পারি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের বক্তব্য দেয়ার অধিকার অবশ্যই আছে। কিন্তু আমরা সেই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশের পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে দেশ ও দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোভাবেই ভালো হবে...