রাজশাহী আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানে থাকবে ন্যায়বিচার এবং ভোটাধিকার। দীর্ঘ এক বছরে কোনো গুম-খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সাংঘর্ষিক নয়। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সঙ্গে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে। সোমবার বিকালে সমিতির ভবনে মতবিনিময়কালে অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শমূলক বক্তব্য দেন। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা এবং সব সুযোগ-সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে। অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ...