পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। প্রবল মৌসুমি বৃষ্টিতে চেনাব, শতদ্রু ও রাভি নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় নতুন করে নিচু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ সোমবার এক সতর্কবার্তায় বলেছে, আগামী দুই দিনে দক্ষিণাঞ্চলে আরেক দফা তীব্র মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। মুলতান থেকে আল-জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেছেন, পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই। জলালপুর পীরওয়ালায় প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। নৌকা পর্যাপ্ত না থাকায় উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অভিযানও ব্যাহত হচ্ছে। প্রবল স্রোতে মুলতানের আশপাশের অন্তত তিনটি বাঁধ ভেঙে গেছে। ডুবে গেছে বহু গ্রাম ও ফসলি...