উদ্বোধনী ম্যাচে খেলবে আফগানিস্তান-হংকং, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর সুরিয়া কুমার যাদব - সালমান আগা - চারিথ আসালাঙ্কা - রশিদ খান - লিটন দাস - মুহাম্মদ ওয়াসিম - জতিন্দর সিং - ইয়াসিম মুর্তজা মঙ্গলবার আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে ২০ ওভারের ফরম্যাটে। যাতে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো। স্বাভাবিকভাবেই এশিয়ার দলগুলোর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ হয়ে উঠবে এশিয়া কাপ। এর আগে ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং...