ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ঢাবির প্রবেশমুখগুলোতে এই কড়াকড়ি দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ঢাবির প্রবেশমুখ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতে চেকপোস্ট বসিয়ে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। চেকপোস্টগুলোতে পুলিশের পাশাপাশি বিএনসিসির সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, শিক্ষক ও অনুমতিপ্রাপ্ত ছাড়া কাউকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়া নিয়ে চেকপোস্টগুলোতে সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের বিতর্কে জড়াতেও দেখা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ৩৪ ঘণ্টা সর্বসাধারণের জন্য ক্যাম্পাস এলাকা বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে...