ম্যাগনেসিয়াম প্রাপ্য স্পটলাইট পায় না, বিশেষ করে যখন অন্ত্রের স্বাস্থ্যের কথা আসে। ভালো হজমের প্রসঙ্গ এলে ফাইবার এবং হাইড্রেশন সাধারণত আলোচনার কেন্দ্রতে থাকে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা আমরা ভুলে যাই। সেটি হলো ম্যাগনেসিয়াম। এটি পরিপাকতন্ত্রের পেশী শিথিল করে ভারী ওজন বহন করে। যুক্তরাষ্ট্রের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. জোসেফ সালহাব উল্লেখ করেছেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল সুস্থ অন্ত্র বজায় রাখার একটি সহজ উপায়। চলুন জেনে নেয়া যাক কোন ফলগুলো হজমশক্তি ভালো রাখে- তরমুজ মূলত পানি, যার স্বাদ মিষ্টি। তাই এটি হাইড্রেশনের জন্য দুর্দান্ত। কেউ একে শুধু চিনি ও পানি বলেও উড়িয়ে দেন। তরমুজে বেশ খানিকটা ম্যাগনেসিয়াম থাকে। এক টুকরোতে প্রায় ১০ মিলিগ্রাম। এতে থাকা পানির সঙ্গে মিলে ম্যাগনেসিয়াম মল নরম রাখে এবং মসৃণ হজমে সহায়তা করে দ্বিগুণ কাজ করে। ড. সালহাব উল্লেখ করেন,...