ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় ক্যাম্পাসের প্রবেশপথগুলো প্রদক্ষিণ করে এমন চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিএনসিসি, স্কাউট এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। শিক্ষার্থীরা নিজেদের কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন। অন্যদিকে বহিরাগত ব্যক্তি এবং যানবাহনগুলোকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া নীলক্ষেত মোড়, শাহবাগ মোড়, পলাশী মোড়সহ একাধিক মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আগামীকাল সারাদিন এসব প্রবেশপথে জরুরি যান ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ...