ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডার ইয়েরাই আলভারেজ। তাতে ১০ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন স্প্যানিশ ফুটবলার। গত মে মাসে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন ৩০ বর্ষী ফুটবলার। সোমবার তার নিষেধাজ্ঞা শাস্তির কথা জানায় উয়েফা। বিবৃতিতে উয়েফা বলেছে, ‘অনিচ্ছাকৃতভাবে মাদক বিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ অগাস্টের সভায় উয়েফার শৃঙ্খলা কমিটি এই খেলোয়াড়কে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে। এর মেয়াদ শুরু তাকে সাময়িক নিষিদ্ধ করার দিন থেকে (অর্থাৎ ২ জুন থেকে) এবং মেয়াদ শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।’ এর আগে ২ জুন আলভারেজকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় উয়েফা। তা স্বেচ্ছায় মেনে নেন তিনি। ১০ মাসের নিষেধাজ্ঞা ২ জুন থেকে কার্যকর হয়েছে। উয়েফার অ্যান্টি ডোপিং বিধির ১০.১৪.২ ধারা অনুযায়ী, নিষেধাজ্ঞার শেষ দুই মাসে খেলোয়াড় তার দলের...