রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনি খান (২০) নামে এক যুবককে কুপিয়ে তার বাম পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে দাঁতভাঙা সোহাগ গ্রুপের সদস্যরা। আহত যুবক ‘কিশোর গ্যাং পিচ্চি আবির গ্রুপের’ অন্যতম সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রায়েরবাজার পারটেক্স গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। রনিকে হাসপাতালে নিয়ে আসা বড় ভাই রকি বলেন, আমার ভাই আগের অপকর্ম থেকে ভালো হয়ে গেছে। সে মোহাম্মদপুর এলাকায় থাকে না। বর্তমানে সে মেঘনা এলাকার ভাটারচর সিনোবাংলা নামে একটি কোম্পানিতে চাকরি করে। কখন সে মোহাম্মদপুরে এসেছে সেটাও আমরা বলতে পারি না।...