বাঁ-হাতি স্পিনার নওয়াজের হ্যাটট্রিকে পাকিস্তান ৭৫ রানে আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জয় করেছে। গতকাল রোববার রাতে শারজায় অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের ১৪১/৮ রানের জবাবে আফগানিস্তান ২৫ বল বাকি থাকতে ৬৬ রানে অলআউট হয়। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন নওয়াজ। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নওয়াজ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নওয়াজ। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি। এই জয়ে মাইক হেসনের কোচিংয়ে গত ১৩ ম্যাচের মধ্যে ১০টিতে জয়ের স্বাদ পেল পাকিস্তান। অধিনায়ক সালমান আগা মনে করেন, এই ধারাবাহিকতাই দলকে এশিয়া কাপে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের এশিয়া কাপ অভিযান। ফাইনাল শেষে আগা...