বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে জনগণই হবে বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের আমলে জনগণ রাষ্ট্র পরিচালনায় মতামত দেওয়ার অধিকার হারিয়েছিল, লক্ষ লক্ষ গায়েবি মামলা দেওয়া হয়েছিল, গুম-খুন করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘তিন কোটি নতুন ভোটার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকতে গুমের রাজনীতি চালু করেছে এবং মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি করেছে। বহু মানুষের আত্মত্যাগের ফলে আজ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা-দেশ গড়ে তোলা। ’ তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের...