ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। আর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম ভোট হয় ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে। সেই থেকে ১০০ বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র সাতবার। সবশেষ ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৮টা থেকে বিভিন্ন হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসহ উদ্দীপনা দেখা দেয়। এরপর গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করে। ৭ সেপ্টেম্বর রাত ১১টায় শেষ...