চারটি আসনের দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যবসায়ীরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। জেলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে বলে দাবি রাজনৈতিক নেতৃবৃন্দের। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেন আন্দোলনকারীরা। পরে মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন হরতালকারীরা। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে অফিসে প্রবেশ করতে কিছু সময় বাধাও দেওয়া হয়। হরতালের কারণে জেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি, নওয়াপাড়া, ফকিরহাট, মোল্লাহাট, আবুল খায়ের সেতু, বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, মাজার মোড়, সিএন্ডবি, কচুয়ার সাইনবোর্ড, বাধালসহ অন্তত ৫০টি স্থানে সড়ক বন্ধ রাখা হয়। এতে জেলা থেকে কোনো গণপরিবহন চলাচল করতে পারেনি। তবে জরুরি প্রয়োজনে মানুষকে বাড়তি ভাড়া দিয়ে চলাচল করতে হয়েছে। মোংলা বন্দরের সড়কপথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও...