ময়মনসিংহ নগরীর কাচারীঘাট বুড়াপীরের মাজার এলাকায় এক তরুণীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর সঙ্গে তরুণীর সাহসী প্রতিরোধের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে (রোববার) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল কলেজের সামনে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী তরুণী বাসা থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ এক যুবক পেছন থেকে এসে তাঁর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তরুণী দ্রুত ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ছিনতাইকারী তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। তরুণীও সাহস করে ছিনতাইকারীর পেছন পেছন দৌড়ান। ভুক্তভোগী ওই তরুণী সাথী বকশি জানান, “রাত সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল কলেজের সামনে মোবাইলে...