নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে সাত মামলার আসামির প্রাণ গেছে। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী কবরস্থানের পাশে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. আয়নাল হোসেনের (৪২) বাড়ি প্রভাকরদী গ্রামে। নিজের বাড়ির কাছেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “আয়নাল আড়াইহাজারে চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে কয়েকদিন আগে গ্রামবাসী মানববন্ধনও করেছিল। “সোমবার রাতে একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে কারণে আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে পিটুনি দেয়।” আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। মুখমণ্ডল ও মাথা থেতলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়...