টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে নায়িকাকে কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া নুসরাত যতবারই সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই নেটিজেনদের মাঝে ট্রলের শিকার হয়েছেন। সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে ভক্তদের। তবে সেই ভিডিওতে নুসরাতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনদের একাংশ তীব্র ট্রল করেছেন। সামাজিক মাধ্যমে নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল, সাদা টি-শার্ট। স্বাভাবিকভাবেই মেকআপ ছাড়া। এর মাঝেই মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরাতপুত্র। এ সময় অভিনেত্রী বলতে থাকেন— আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? যদিও মায়ের কথার কোনো প্রভাব ঈশানের...