নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশায় ছিনতাই করার সময় আয়নাল হোসেন (৪২) নামে এক ডাকাতকে গণপিটুনিতে দিয়েছে স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রভাকরদী এলাকায় একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা লুটে নেওয়ার চেষ্টা করে ৫ থেকে ৬ জনের একটি দল। এ সময় অটোতে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। এ সময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেলেও আয়নাল জনতার হাতে আটক হন। এতে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করেছে। এ খবরে আমরা ঘটনাস্থলে আসি। এর আগে...