যুক্তরাজ্যের বার্মিংহামে গিয়ে একইসঙ্গে ভাইরাল ও বিব্রত হলেন কারিনা কাপুর। ভাইরাল হয়েছেন ‘ফেভিকল’ গানের সঙ্গে অনানুষ্ঠানিক নাচ দেখিয়ে আর বিব্রত হয়েছেন উপচেপড়া ভক্তদের কাণ্ডে! একটি জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বার্মিংহামে যোগ দেন কারিনা। মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা ছিলো এক কথায় অসাধারণ। উদ্বোধন করতে এসে গানের সঙ্গে নাচ দেখিয়ে সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। একই সময়ে কারিনাকে দেখতে আসা ভিড়ের মধ্যে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের চারপাশে। এদিন বার্মিংহামে ওই অনুষ্ঠানে কারিনাকে এক নজর দেখার জন্য হাজারো ভক্ত ভিড় জমান অনুষ্ঠানস্থলে। অনেকে তার জন্য উপহার নিয়ে যান। চলতি পথে কিছু উপহার তিনি গ্রহণও করেন।এদিকে ভিড় ঠেলে পরিপাটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুগ্ধতা ছড়ালেও বাইরের জনস্রোতের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে...