শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “বদরুদ্দীন উমর অসাধারণ একজন মানুষ; তিনি কখনও আপস করেননি। তার গবেষণা আমাদের পথ দেখিয়েছে। তিনি কখনও হতাশাবাদীও ছিলেন না। সবসময় আশার পথ দেখিয়েছেন। তার কাজের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “তিনি আজন্ম মানুষের পক্ষে গবেষণা করেছেন, রাজনীতির তত্ত্বগত বিশ্লেষণ করেছেন। এ কাজটি তিনি আনন্দ চিত্ত্বেই করেছেন। তিনি বলেছেন, এমন জীবনই তিনি যাপন করতে চেয়েছেন। ফলে তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্টই ছিলেন।” মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বলেন, “একজন আপোসহীন মানুষ চলে গেলেন। তিনি কখনই আপোস করেননি। তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিতর্কও হয়েছে। তিনি নিজের আদর্শে ছিলেন অবিচল। আমাদের...