গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। তাই সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদব গত মাসে আওয়াজ তুলেছিলেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করার।তবে বাস্তবতা হলো, আরব আমিরাতে আগামীকাল শুরু হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এরপর সুপার ফোরে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের সমর্থকদের একটি অংশও মনে করে পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচটি খেলা উচিত নয়। তবু কেন ভারত এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে—সেই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। এনডিটিভিকে দেওয়া...