০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম ইতালিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে দেশটির সরকার। চলতি বছরের প্রথম সাত মাসে ২০২৪ সালের তুলনায় প্রত্যাবাসন হার বেড়েছে প্রায় ১২ শতাংশ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালে ৫,৪০০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬% বেশি। ২০২৫ সালের জুলাই পর্যন্ত এই সংখ্যা আগের বছরের তুলনায় ১২% বেশি হারে বাড়ছে। সম্প্রতি এক সপ্তাহে ১২২ জন অভিবাসীকে প্রত্যাবাসন আওতায় পাঠানো হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ভিমিনালে) জানায়, ২০২৪ সালে সমুদ্রপথে ইতালিতে এসেছে ৬৬,৩১৭ জন অভিবাসী, যা ২০২৩ সালের তুলনায় প্রায় অর্ধেক। এই হ্রাসের পেছনে সরকারের কঠোর অভিবাসন নীতি, দ্বিপাক্ষিক চুক্তি এবং দ্রুত রিমপ্যাট্রি কার্যক্রম ভূমিকা রেখেছে। এদিকে...